ভেড়ামারা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান
- প্রকাশিত সময় ০৮:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 181
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ পূর্তিতে নবীন-প্রবীণদের মিলনমেলায় বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে বন্ধু-বান্ধবীদের মধ্যে।গতকাল শনিবার সকাল থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে বাহাদুরপুর স্কুল প্রাঙ্গনে
শতবর্ষ পূর্তি আয়োজন করা হয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ১৯২৪ সালে এলাকার বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জয়নাল আবেদীন (জয়নাল গার্ড) এই বিদ্যালয় টি প্রতিষ্ঠা করেন।
এরপর থেকে এই বিদ্যাপীঠের অগ্রণীযাত্রা শুরু হয়। শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের সভাপতি বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পবন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসার ড.এম আলাউদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখবেন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহউদ্দিন। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন।
এছাড়াও বর্তমান শিক্ষার্থীরা আবীর রঙে রাঙিয়ে দেয় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বন্ধু বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই।