পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- প্রকাশিত সময় ০৩:৪৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / 149
পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজউল রহিম লাল ও সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধুর হৃদয়ের স্পন্দন ছোট্ট রাসেলের স্মরণে ও মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের উদ্বুদ্ধ করা সহ সঠিক বিকাশের লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সংগঠনটি আজ ৩৫ বছর পার করছে। এ উপলক্ষ্যে সংগঠনটির পাবনা জেলা শাখা পালন করেছে তাদের প্রতিষ্ঠা দিবস।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেক কেটে এ প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এর আগে এ দিন দুপুরে সংগঠনটির সভাপতি কামরুজ্জামান রকি সদস্যদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ শেখ রাসেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আ. লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল ও বিশেষ অতিথি ছিলেন সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য লিয়াকত আলী তালুকদার। এছাড়া শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পাবনা জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, ইমরোজ খন্দকার বাপ্পি, শরিফুল হক পলাশ, মনিরুজ্জামান রাসেল, আরিফুল ইসলাম মিঠু, রিজভী শাওন, জেসমিন আক্তার, রেজাউল করিম মুরাদ , খন্দকার আল আনিম পরশ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।