উল্লাপাড়ায় সাত দিনব্যাপী ১৩তম গ্রন্থমেলা শুরু
- প্রকাশিত সময় ০১:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / 118
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী ত্রয়োদশ (১৩ তম) গ্রন্থমেলা শুরু হয়েছে। বেলা এগারোটায় প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ —৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। -স্বতঃকণ্ঠ
সিরাজগঞ্জের উল্লাপাড়াউপজেলা চত্বরে ২১ ফেব্রুয়ারী থেকে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে “আট আনায় জীবনের আলো” প্রতিপাদ্য সামনে রেখে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী ত্রয়োদশ (১৩ তম) গ্রন্থমেলা শুরু হয়েছে।
বেলা এগারোটায় প্রধান অতিথি হয়ে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ —৪ ( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য তানভীর ইমাম বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট লেখক, গবেষক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) এএসএম আরেফিন সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদির রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা।
উল্লাপড়ার এমপি তানভীর গ্রন্থমেলার উদ্বোধন পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জানা যায়, এ বছর মেলায় ৬০ টি স্টল বসেছে।
নওকৈরে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা
সারা দেশের ন্যায় উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে মঙ্গলবার সারাদিন ব্যাপী কে আর নওকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সলপ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাসেদুল ইসলাম খান সেলিমের সার্বিক ব্যবস্থাপনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বিজয়ী জনপ্রতিনিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, ৫ম শ্রেণী ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট বাংলাদেশ ও আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ খান বিনু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলপ ইউনিয়ন চেয়ারম্যান ও সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইন্জিনিয়ার শওকাত ওসমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মনিরুজ্জামান মিলন ও আয়োজনে ৯ নং ওয়ার্ডের আওমীলীগ নেতাকর্মী।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহেদুল হক. সরোয়ার হোসেন বকুল. শহিদুল. আতিকুল ইসলাম. জব্বার হোসেন প্রমুখ।