স্মার্ট বাংলাদেশ গড়তে উৎপাদনমুখী অর্থনীতিকে এগিয়ে নিতে হবে : ডেপুটি স্পিকার শামসুল হক

- প্রকাশিত সময় ০৭:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / 127
জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিষণ ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উৎপাদনমুখী অর্থনীতিকে এগিয়ে নেয়ার বিকল্প নেই। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বর্তমান সরকার কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদের উপর অধিক গুরুত্ব দিয়েছেন। এ সকল সেক্টরের উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় ভর্তুকি ও প্রনোদনা দিয়ে আসছেন। স্বাধীনতা উত্তোরকালে এই এলাকার কৃষক ও খামারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা ও দেশের দুধের চাহিদা মেটানোর লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজগঞ্জের বাঘাবাড়িতে দুগ্ধ কারখানা মিল্কভিটা স্থাপন করেছিলেন। প্রাণি সম্পদ পালনের মাধ্যমে তিনি যুব সমাজকে উদ্যেক্তা হয়ে আর্থিক স্বাবলম্বি হবার পরমর্শ দেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় । স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য তিনি জনগনকে আওয়ামী লীগের পতাকা তলে সামিল হবার আহবান জানান।
গতকাল শনিবার দুপুরে পাবনার সাঁথিয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত প্রাণি প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন,সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌর মেয়র মাহবুবুল হক বাচ্চু, উপজেলা আ’লীগ সভাপতি হাসান আলী খান, ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে তিনি খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পরে তিনি সাঁথিয়া মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দেন।