রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত

- প্রকাশিত সময় ০১:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 141
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী স্টেডিয়াম রোডের পাকশী দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক তৌশিকুর রহমান (৩৫) বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, নিহত তৌশিকুর ঢাকা মিরপুরের গোলাম রসুলের ছেলে এবং তিনি ঈশ্বরদীর আলোবাগে ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শী জানান, সকালে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলে বিদ্যুৎ কেন্দ্রে কাজে যোগাদান করতে যাওয়ার পথে সায়েনউদ্দিন মোড়ে করিমন (কুত্তা গাড়ি) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর এমন ঘটনা হর হামেশ ঘটেই চলছে
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করের পরিবারকে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক করিমন গাড়িটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।