ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনায় ভুট্টা খেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশিত সময় ০৫:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • / 129

যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। -স্বতঃকণ্ঠ


পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (২৯) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালের দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি (ডাকাতের ভিটা) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

তবে ইসমাইল হোসেনকে কে বা কারা হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে পাশের ভুট্টা খেত থেকে দুর্গন্ধ আসে। তখন কৃষকেরা সেখানে গিয়ে লাশটি দেখতে পায়। পরে খবর দিলে চাটমোহর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে উপজেলার তেবাড়িয়া গ্রামের মাহমুদা খাতুন লাশটি তাঁর স্বামী ইসমাইল হোসেনের বলে শনাক্ত করেন।

মাহমুদা খাতুন বলেন, তাঁর স্বামী গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই রকম আরও টপিক

পাবনায় ভুট্টা খেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার 

প্রকাশিত সময় ০৫:২১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

পাবনার চাটমোহরে ইসমাইল হোসেন (২৯) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালের দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি (ডাকাতের ভিটা) এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

তবে ইসমাইল হোসেনকে কে বা কারা হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ কোনো তথ্য দিতে পারেনি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষকেরা মাঠে কাজ করতে গেলে পাশের ভুট্টা খেত থেকে দুর্গন্ধ আসে। তখন কৃষকেরা সেখানে গিয়ে লাশটি দেখতে পায়। পরে খবর দিলে চাটমোহর থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে উপজেলার তেবাড়িয়া গ্রামের মাহমুদা খাতুন লাশটি তাঁর স্বামী ইসমাইল হোসেনের বলে শনাক্ত করেন।

মাহমুদা খাতুন বলেন, তাঁর স্বামী গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।