শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
- প্রকাশিত সময় ০৫:৩১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / 295
শাহজাদপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা— ২০২৩ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে এ কৃষি প্রযুক্তি মেলা আয়েজন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় ৩ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। এ উপলক্ষে উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।
প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা উপলক্ষে উপজেলার জালালপুর ইউনিয়নের রইচ উদ্দিন নামে এক কৃষককে ৭০% ভতুর্কিতে একটি পাওয়ার উইভার (নিরানী যন্ত্র) প্রদান করা হয়। প্রযুক্তি মেলায় ২২টি স্টল স্থাপন করা হয় এতে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ গাছ উক্ত মেলায় ওঠে ।