টাঙ্গাইলে দুইটি মিষ্টির দোকানে জরিমানা
- প্রকাশিত সময় ০৬:৫২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / 136
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুরে পরিচালিত এ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।
ভ্রাম্যমাণ আদালত উপজেলার পৌর এলাকা শহরে রমজান দধি ঘর ও নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভান্ডারে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় ২টি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালতে সহযোগী হিসেবে ছিলেন ভূঞাপুর থানা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, উপজেলার বিভিন্ন বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানের পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর দুটি দোকানে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেয়া এবং মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় ২টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় জরিমানা করা হয়েছে।
তিনি আরো জানান, গতকাল পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর লঙ্ঘন করায় উপজেলার দুই ব্যবসায়ীকে মোট ২৫০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।