সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত
- প্রকাশিত সময় ০৭:১৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / 139
বৃহস্পতিবার সারাদেশে জাতীয় ভোটার দিবস পালিত হয়। নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ নিয়ে আলোচনা সভায়। - স্বতঃকণ্ঠ
‘ভোটার হবো নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সমগ্র দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাঘা (রাজশাহী)
বৃহস্পতিবার(২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট লায়েব উদ্দিন লাভলু, আব্দুল করিম(ওসি তদন্ত), বীর মুক্তিযোদ্ধা আজিজুল, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, আড়ানী পৌরমেয়র মুক্তার আলী, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার আ খ ম হাসান,বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ।
এ সময় বক্তরা বলেন,ভোটার হওয়া আমাদের অধিকার।১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা রয়েজ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম,চকরাজাপুর ইউপি চেয়ারম্যান বাবুল দেওয়ান,পল্লী বিদ্যূতের ডিজিএম সুবির ভৌমিক,আনসার ভিডিবি অফিসার মিলন কুমার,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী,উপজেলা সর্বস্তরের কর্মকর্তা,কর্মচারী,গাল্সগাইড, জনপ্রতিনিধি সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
আত্রাই (নওগাঁ)
“ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে” প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার(২ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও ইকতেখারুল ইসলাম বলেন, ভোট হলো নাগরিক অধিকার। নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। গনতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। এছারা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় খুঁটি ভোটাধিকার উল্লেখ করে জনগনের মতামতের প্রতিফলন ঘটে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
শাহজাদপুরে (সিরাজগঞ্জ)
“ভোটার হব নিয়ম মেনে ভোট দেব যোগ্যজনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার শাহজাদপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ।
এ উপলক্ষে উপজেলা চত্বরে এক বণার্ঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা । এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নিবার্চন অফিসার জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা শামছুল আলম, মুস্তাক আহম্মেদ.মনিরুল গণি চৌধুরী শুভ . ফারুক হাসান কাহার প্রমুখ।
সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম প্রমুখ।