শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহি শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা
- প্রকাশিত সময় ১১:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / 133
শাহজাদপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহি শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ এর ডিসপ্লে অনুষ্ঠানে মেরিনা জাহান কবিতা এমপি। -স্বতঃকণ্ঠ
শাহজাদপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহি শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয মাঠ প্রাঙ্গনে অলিম্পিক আগুন জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে এ খেলার আনুষ্ঠানিক শুভ উদ্ভোধন করেন কেন্দ্রিয় আওয়ামীলীগ নেত্রী ও স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা । এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙবন্ধুর আদর্শ তোমাদের অন্তরে ধারন করতে হবে । পড়া শুনার পাশাপাশি খেলা ধুলা করতে হবে । তিনি আরও বলেন,শাহজাদপুরকে মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, মাদক থেকে বিরত থাকতে হবে তাহলেই সুন্দর শাহজাদপুর গড়ে উঠবে ।
স্কুলের প্রধান শিক্ষক এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক শামীমা নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি সেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, আওয়ামীলীগ নেতা শামছুল আলম,মুস্তাক আহম্মেদ, মনিরুল গণি চৌধুরী শুভ, ফারুক হাসান কাহার, শিক্ষক রফিকুল হক প্রমুখ । পরে শিক্ষার্থীদের মাঝে ড. আলাউদ্দিন বৃত্তির ১৫ জন শিক্ষার্থীকে প্রদান করেন সংসদ সদস্য ।
বিকেলে পুরুস্কার বিতরন করা হয় । এদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে স্কুলকে দৃষ্টিনন্দন সাঁজে সাঁজানো হয়।