র্যাব-১২ এর অভিযানে বিপুল পরিমাণে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উদ্ধার, আটক ২
- প্রকাশিত সময় ০১:৫৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / 169
আটককৃত দুই আসামী মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ, সাং-আলোক দিয়ার, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা ০২। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-মোহাম্মদ প্রামাণিক, সাং-তৈলকুপী, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।
র্যাব-১২ সিপিসি-২ পাবনা-এর অভিযানে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি, মোটর সাইকেল-৩টি, চাবি-২ টি, ১টি মোবাইল, ২টি সিমকার্ড এবং নগদ ১,৩১৯/-টাকাসহ ২ বিড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ৬ মার্চ রাত ৮টার দিকে স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামস্থ আসামী মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ এর বসতবাড়ী’তে অভিযান চালিয়ে এসব উদ্ধার ও গ্রেফতার করা করেন।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ আকরাম হোসেন (৫০), পিতা-মৃত আলীম উদ্দিন খাঁ, সাং-আলোক দিয়ার, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা ০২। মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা-মোহাম্মদ প্রামাণিক, সাং-তৈলকুপী, থানা-আতাইকুলা, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।