উল্লাপাড়ায় অবৈধভাবে পুকুর খনন করায় ১ লাখ টাকা জরিমানা
- প্রকাশিত সময় ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / 140
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা ও ভেকু মেশিনের চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই দন্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন গণমাধ্যম কর্মীদেরকে জানান, উপজেলার কৈমাঝুরিয়া গ্রামের হিটলার ও মঈনুল হোসেন ভেংড়ি গ্রামের মাঠে অবৈধভাবে ফসলী জমি কেটে পুকুর খনন করে মাটি বিক্রি করছিলেন বলে প্রশাসনের কাছে অভিযোগ আসে।
এর প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভেকু মেশিনের চালক দক্ষিণ ভরমোহনী গ্রামের সেলিম রেজাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সেলিম রেজার ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।