ভেড়ামারায় অগ্নিকাণ্ডে মারা গেছে ৩টি গরু
- প্রকাশিত সময় ০২:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / 113
কুষ্টিয়ার ভেড়ামারায় আগুন লেগে বসতবাড়ির ৬ কক্ষের আসবাব পত্রসহ গোয়ালে থাকা ৩টি গরু পুড়ে মারা গেছে। এতে তিন পরিবারের কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবি পরিবারের। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্তরা জানান, বাড়িতে অগ্নিকাণ্ডের সময় কেউ ছিলেন না।
হরিপুর গ্রামের কৃষক আমের আলী মন্ডল, কুদরত মন্ডলের বসত ঘর ও মহসিন মোল্লার গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। মহসিন আলী মোল্লার ভাই আরব আলী বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। গোয়ালে থাকা তিনটি গরু ৬ দুই বসতবাড়ির ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হরিপুর গ্রামে আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নির্বাপণ করা হয়। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনটি গরু ও দুটি বসতবাড়ির ৬ টি কক্ষ আগুনে পুড়ে যায়। এতে ৫ থেকে ৬ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।