সাপাহারে খাদ্য মন্ত্রীর সুস্থ্যতা কামনায় দোয়া ও মুনাজাত
- প্রকাশিত সময় ০১:০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / 123
নওগাঁর সাপাহারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র সুস্থ্যতা কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টায় ( বা`দ এশা ) বাংলাদেশ মানবাধিকার কমিশন সাপাহার উপজেলা শাখার আয়োজনে উপজেলার জিরো পয়েন্ট মসজিদে উক্ত দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
গত শনিবার পিত্তথলিতে প্রদাহজনিত কারনে তিনি অসুস্থ্যবোধ করলে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমারে সেখানে তিনি চিকিৎসারত আছেন বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রভাষক জুলফিকার আলী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মুনাজাতে উপস্হিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন, উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা মানবাধিকারের যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ রেজা, উপজেলা মানবাধিকারের সদস্য প্রভাষক শহিদুল ইসলাম, এহিয়া মাস্টার, আব্দুর রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক মোহাম্মাদ সোহাগ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সবুজ, সাপহার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুজ্জামান সুলতান, সাপাহার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা মানবাধিকারের সদস্য মোহাম্মাদ আলমগীর, হিফজুল মাদ্রাসার শিক্ষার্থী কে, এম জিশান (নবাব) সহ স্হানীয় মুসল্লী ও হিফজুল কোরআনের শিক্ষার্থীগন উপস্হিত ছিলেন।