আটঘরিয়ায় ৩ কমিটির সভা, ৩ গুরুত্বপুর্ণ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

- প্রকাশিত সময় ০২:০৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / 106
গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) পাবনার আটঘরিয়া উপজেলা আইন শৃখলা, উপজেলা সন্ত্রাস ও জঙ্গীবাদ এবং উপজেলা সন্ত্রাস ও নাশকতা কমিটির (৩ কমিটির) যৌথ সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
সভায় বিগত মাসের আইন শৃখলা সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা নিয়ে বিস্তারিত আলোচনান্তে এখানকার সার্বিক পরিস্থিতি ভাল বলে সবাই মন্তব্য করে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আঃ মালেক, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, লক্ষিপুর ইউনিয়ন প্রতিনিধি রেজাউর রহমান ও মাজপাড়া ইউনিয়ন প্রতিনিধি জিন্নাত আলী।
একই সভায় ১৭ মার্চ জাতীর পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন, ২৫ মার্চ গনহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনান্তে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচী ও উপকমিটি গঠন করা হয়।