মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান অন্ধ ফেরদৌস আহম্মেদ
- প্রকাশিত সময় ০৩:২২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / 139
শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের কাকুরিয়া গ্রামের অন্ধ ফেরদৌস আহম্মেদ (৪৬) প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান । তার জীবনের এটাই শেষ আশা।
গতকাল মঙ্গলবার শাহজাদপুর প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের কাছে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, দারিদ্রতার মধ্যে বড় হয়ে ওঠা আমি ফেরদৌস আহম্মেদ উপজেলার কাকুরিয়া গ্রামের মৃত শেফাত আলীর ছেলে ।
জানা গেল, ৬ মাস বয়সে তার মা মারা যান । এরপর থেকেই তার জীবনে নেমে আসে অন্ধকার । এরপর তার বাবা আরেকটি বিয়ে করেন। সে ৮ মাস বয়স থেকেই একটি রোগে তার দুই চোখ অন্ধ হয়ে যায় । মার আদর কি জিনিষ তা সে কোন দিন পান নি। তার বড় বোন শেফালী খাতুনের কাছে থাকেন।
চরম অভাব ও দারিদ্রতার মধ্যে তিনি বড় হন । প্রথমে ঢাকা মুখ ও বধির উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেনী পর্যন্ত পরে সিরাজগঞ্জ এসবি রেলওয়ে কলোনী থেকে উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এসএসসি এবং ১৯৯৮ সালে শাহজাদপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে। তার মরহুম পিতা তিনটি বিয়ে করেন। সে অন্ধ হওয়ায় সে সবার কাছে ছিল অবহেলিত। তিনি কান্না জড়িত কন্ঠে দুঃখ করে বলেন, মা মারা যাওয়ায় আমি মা বাবার কি আদর তা আমি জানিনা । তাই ২০১৬ সালে বিয়ে করেন। বর্তমানে তার দুই মেয়ে রয়েছে। খাদিজা খাতুন ও আয়শা সিদ্দিকী। এখন বর্তমান বাজারে এই অন্ধ মানুষটি চলতে পারছেন না । তাই তিনি জীবন বাঁচার তাগিদে মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার সাথে দেখা করতে চান এবং সে প্রধানমন্ত্রীকে তার দুঃখের কথাগুলো বলবেন । যেন সে ভালভাবে চলতে পারে।
বর্তমানে তাকে ওই গ্রামের এক মহান ব্যাক্তি তার সংসার চালাচ্ছেন বলে তিনি জানান । তিনি প্রধানমন্ত্রীর সাথে সরাসরি দেখা করবেন এ জন্য তিনি সাংবাদিকদের কাছে ধরনা দিচ্ছেন।