ঈশ্বরদীতে দুই বাংলা বসন্ত কবিতা উৎসব
- প্রকাশিত সময় ১০:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / 281
ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই বাংলা বসন্ত কবিতা উৎসব'২৩ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ই মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব হলরুমে ডিডিপি সাহিত্য চর্চ্চা কেন্দ্র এই উৎসবের আয়োজন করে।-স্বতঃকণ্ঠ
পাবনা ঈশ্বরদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ডিডিপি সাহিত্য চর্চাকেন্দ্র আয়োজিত দুই বাংলা বসন্ত কবিতা উৎসব’২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৪ই মার্চ) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব হলরুমে ডিডিপির চেয়ারম্যান এস এম রাজা’র সভাপতিত্বে ও মহীয়সী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক যাযাবর জিয়ার সঞ্চালনায় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহাসিন কবীর।
বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ আরিফুল শরীফ রাজা, ভারতের কলকাতা বেতার, দুরদর্শনের বাচিক শিল্পী ও রবীন্দ্র গবেষক অরবিন্দ ঘোষ, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি লেখক গল্পকার প্রাবন্ধিক আসমান আলী, ভারতের কবি ও কন্ঠশিল্পী মুকুল চক্রবর্তী, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার বাচিক শিল্পী ও সংগঠক আলমগীর কবির হৃদয়, ভারতের কবি ও বাচিক শিল্পী পুষ্পিতা চট্টোপাধ্যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি লেখক গল্পকার ও গবেষক মুহাম্মাদ নূরন্নবী (সুমন শামস), কবি সাংবাদিক জাহিদ হাসান, কবি শরিফুজ্জামান কুদ্দুস প্রমূখ।