শুধু গৃহহীনদের ঘর প্রদান কার্যক্রম
সারাদেশে গৃহহীনরা আরও ঘর পাচ্ছে আজ
- প্রকাশিত সময় ০৩:৫৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / 185
আজ আটঘরিয়াকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী
আটঘরিয়া প্রতিনিধি:
প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় আটঘরিয়া উপজেলায় ৪র্থ পর্যায়ে আরও ১২০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে আজ অন্য স্থানের ন্যায় এই উপজেলাকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু তার সমে¥লন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।
তিনি জানান, ইতিপৃর্বে আটঘরিয়া উপজেলায় ৩য় পর্যায়ে এ পর্যন্ত ১৮৫ টি ঘর গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আরও ১২০ জনকে আজ ঘর হস্তান্তরসহ ৫টি পল্লীতে ৩০৬ জনকে ঘর প্রদানের মাধ্যমে আটঘরিয়া উপজেলাকে শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।
প্রেস বিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু আরও জানান, এরপর শুরু হবে খ শ্রেনীভুক্ত অথ্যাৎ যাদের ২ শতাংশ থেকে সবোচ্চ ৫ শতাংশ জমি আছে অথচ বসবাসের ঘর নাই তাদেরকে ঘর নির্মান করে গৃহহীন মুক্ত করার প্রধানমন্ত্রীর পরিকল্পনা এবং এই কার্যক্রম সারা বছর চলমান থাকবে বলে তিনি জানান।
শাহজাদপুরে ঘর পাচ্ছে ১৫টি পরিবার
শাহজাদপুরে আরও ১৫টি দরিদ্র পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর সংবাদ সন্মেলনে বললেন ইউএনও
শাহজাদপুর প্রতিনিধি: “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরে ৪র্থ পর্যায়ের ১ম ধাপের আরও ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্ত করা হবে আগামী বুধবারে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা শহিদ সম্মলেন কক্ষে অনুষ্ঠতি এক প্রেস কনফারেন্সে তথ্য জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এ বিষয়ে সাদিয়া আফরিন বলেন, আগামী বুধবার (২২মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের কাছে গৃহ হস্তান্তরের উদ্বোধন করবেন। পরে ১৫টি উপকারভোগী পরিবারকে ঘর হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত ২৬৬ জন উপকারভোগীদের মাঝে আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে এবং এছাড়াও ৪র্থ পর্যায়ের ২ ধাপের ৮১টি ঘর তৈরীর নির্মাণ কাজ চলমান রয়েছে। এ সময় উপজেলা চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শারমিন আলম, সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ উপজেলার বিভিন্ন সংবাদকমীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর: নওগাঁয় ইউএনও’র প্রেস ব্রিফিং
প্রেসব্রিফিং করলেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন
নওগাঁ প্রতিনিধি: আগামী ২২ মার্চ সারা দেশে একযোগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন উপলক্ষে নওগাঁর সাপাহারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লূনা।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের জানান, আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ঘর উদ্বোধন করবেন। সাপাহার উপজেলায় এ পর্যায়ে ৯৬টি ঘর উদ্বোধন করবেন তিনি।
এ সময় সাপাহার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নওগাঁ জেলার ব্যুরো প্রধান ও দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার নওগাঁ প্রতিনিধি, সাপাহার প্রেসক্লাব সভাপতি জুলফিকার আলী সম্রাট, দৈনিক ভোরের দর্পন পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ সাহা, সাংবাদিক জুয়েল হক মাস্টার সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়ায় ৪র্থ ধাপে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার পাচ্ছেন আরও ১২ জন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশে সকল ভুমিহীন ও গ্রহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করা আশ্রয়ণ প্রকল্পে ৪র্থ ধাপে আরও ১২ টি বাড়ি উপহার পাচ্ছেন ১২টি পরিবার। ‘বাংলাদেশের একজন মানুষও গ্রহহীন থাকবে না’— প্রধানমন্ত্রীর এই প্রতিপাদ্যে মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলন তিনি সাংবাদিকদের জানান, ৪র্থ ধাপে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুরে ৪টি, দাস বেলাই ১টি, পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটায় ২টি ভাঙ্গুড়া ইউনিয়নের চরভাঙ্গুড়ায় ২টি এবং চরভাঙ্গুড়া বটতলা খেয়াঘাটে ৩টি সহ মোট ১১টি যা মাননীয় প্রধানমন্ত্রী ২২ মার্চ সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্ধোধন করবেন। উপজেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে সরকারি সকল দপ্তর আশ্রয়ণ প্রকল্পের সুফল ভোগীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং এই পুর্নবাসিত পরিবার গুলোর যাবতীয় সুযোগ—সুবিধা যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিদ্যুৎসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচী আওতায় সুবিধা গুলি নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, প্রথম ধাপে এই উপজেলায় অষ্টমিনিষা ইউনিয়নের লামকান মৌজায় ৭টি ও মন্ডতোষ ইউনিয়নের টুনিপাড়ায় ৪টি সহ মোট ১১টি।
দ্বিতীয় ধাপে ভাঙ্গুড়া ইউনিয়নের চরভাঙ্গুড়া মৌজায় ১০টি ঘর নিমার্ণ করা হয়েছে। তৃতীয় ধাপে ভাঙ্গুড়া পৌরসভায় মেন্দা মৌজায় ১৫টি, চরভাঙ্গুড়ায় ৫টি, দিলপাশার ইউনিয়নের বাওজন মৌজায় ৫টি,উপজেলা পরিষদের অর্থায়নে চরভাঙ্গুড়ায় ১টি সহ মোট ২৬টি পরিবারকে পুর্নবাসিত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) বিপাশা হোসাইন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মাহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মাহাবুব—উল—আলমসহ সুফল ভোগি নাসিমা খাতুন, শম্ভু, সুনেতা ও সাংবাদিকবৃন্দ।
সাঁথিয়ায় ভূমিহীন ও গৃহহীণ মুক্ত ঘোষণা উপলক্ষে প্রেসব্রিফিং
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের
উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এর আয়োজন করেন সাঁথিয়া উপজেলা প্রশাসন।
প্রেসব্রিফিং এ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুন হোসেন বলেন, মুজিববর্ষে “ বালাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ—২ প্রকল্পের অধীনে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ২০২০ সালে সেমিপাকা একক গৃহ নিমার্ণের কর্মসূচি হাতে নেয়া হয়। ৪টি পর্যায়ে মোট ৬৯৪টি ভূমিহীন—গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের মাধ্যাম এ ২২ মার্চ/২০২৩ইং উপজেলাকে ভূমিহীন—গৃহহীনমুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসব্রিফিং এ উপজেলা নিবাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, ইউপি চেয়ারম্যান মীর মনজুর এলাহী, আব্দুল ওয়াহাব মাষ্টার। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৩৪৪ পরিবার
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে আরও ৩৪৪ ভূমি ও গৃহহীন পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন এ তথ্য জানান।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ইউএনও মাহমুদা খাতুন জানান, আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ৩৪৪ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হবে।
ইউএনও আরও জানায়, সিংড়া উপজেলায় ৪র্থ পর্যায়ে ৩৪৪ ঘর ভূমি ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ১২৯০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। আরও ৪১০টি ঘর নির্মিত হলে সিংড়া উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত হবে। এর মধ্যে ১৬০ ঘরের কাজ চলমান রয়েছে এবং ২৫০টি ঘরের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক সৌরভ সোহরাব, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।