প্রধানমন্ত্রীর দেওয়া ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
- প্রকাশিত সময় ১১:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
- / 64
নোয়াখালী চাটখিল উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৩২টি ঘর সহ সারাদেশে জমিসহ ৩৯,৩৬৫ টি দু’কক্ষ বিশিষ্ট বাসগৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে, একই সাথে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
বুধবার ২২ মার্চ সকালে চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরসমূহের উদ্বোধন উপলক্ষে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দের আশ্রয়ণ-২ প্রকল্পের উপর বক্তৃতা প্রদানের আয়োজন করেছেন চাটখিল উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূঁইয়ার আমন্ত্রণে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান চাটখিল উপজেলা পরিষদের আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা পলাশ সমাদ্দার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন প্রমূখ।