রমজানকে সামনে রেখে পাবনার চর ঘোষপুরে খেজুর ও ছোলা বিতরণ

- প্রকাশিত সময় ০২:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / 135
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুর গ্রামে গরীব ও অসহায় মানুষের মাঝে খেজুর ও ছোলা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামীলীগের সদস্য আনিসুজ্জামান দোলন উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে এই খেজুর ও ছোলা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, পাবনা পৌর ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহিম ইকতিয়ার। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শিরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ভাইস চেয়ারম্যান নাছরিন পারভীন মুক্তি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোপেষ চন্দ্র সরকার, হাসান আলী বিএসসি, তাসলিমা করিম। স্বাগত বক্তব্য দেন কৃষিকর্মকর্তা কৃষিবিদ মো. আল ইমরান।