পাবনার ভাঙ্গুড়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
- প্রকাশিত সময় ০৯:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- / 164
পাবনার ভাঙ্গুড়ায় রুমা খাতুন(২৫) নামের এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের চক মহিষ-হাট গ্রামের এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত খায়রুল ইসলামের মেয়ে ও পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার খাগোরিয়া গ্রামের কুয়েত প্রবাসী জাকারিয়া রহমানের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর দুই আগে নিহত রুমা খাতুনকে পারিবারিকভাবে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার খাগোরিয়া গ্রামের প্রবাসী জাকারিয়ার সাথে বিবাহ হয়েছিল।
বিবাহের কিছুদিন পর হতেই স্বামীর কুয়েতে চলে যায় এবং তার সাথে ওই গৃহবধুর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এ নিয়ে গত বৃহসম্পতিবার দিবাগত রাতে তার শয়ন কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
বিষয়টি টের পেয়ে তার ভাই অতিদ্রুত উদ্ধার করে ওই রাতেই ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ওই গৃহ বধূর লাশ সুরতহাল প্রতিবোদন শেষে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।