পাবনার ভাঙ্গুড়ায় ব্রজপাতে চাচা-ভাতিজা নিহত, আহত আরও ১৪ জন
- প্রকাশিত সময় ০৪:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 113
পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে মো. রুমিজ ও শাকিল নামের দুই কৃষক নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা।
পৃথক বজ্রপাতের ঘটনায় শিক্ষার্থীসহ আহত হয়েছেন আরও ১৪ জন।
মঙ্গলবার ২৩ মে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাঁচ বেতনয়ান গ্রামের ধানের ক্ষেতে এই ঘটনা ঘটে।
এ সময় তারা ধান কাটার জন্য সেখানে অবস্থান করছিলেন।
নিহত রুমিজ ও শাকিল পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সাইকোলা নদীপাড়া এলাকার মনি মাঝি ও মমিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাটমোহর উপজেলার সাইকোলা নদীপাড়া গ্রামের শাকিল ও রুমিজসহ ১০/১২ জন বেতনায়ন গ্রামের গিয়ে ধান কাটার কাজ করছিলেন। এমন সময় ঝড় বৃষ্টি শুরু হলে তারা সকলে মিলে ধান ক্ষেতের পাশে অবস্থিত উন্মুক্ত একটি ঘরে অবস্থান করে। ঝড়বৃষ্টির সময় হটাৎ তাদের ঘরের উপর বজ্রপাত হলে ঘটনা স্থলেই দুজন নিহত হয় এবং আহত হয় ১১জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজকে মৃত ঘোষনা করেন।
বাকী ১১জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অপর দিকে বিশাকেল, মাস্টার পাড়া ও ভবানীপুর গ্রামের একজন করে মোট ৩ জন শিক্ষার্থী বজ্রপাতে আহত হয়েছেন।
তাদের সকলকেই ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল হাসপাতলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
ঘটনার সতত্য স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, লাশ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।