ঈশ্বরদীতে হাইওয়ে পুলিশ সদস্যকে মারার অভিযোগে ছাত্রলীগ নেতা আটক
- প্রকাশিত সময় ০৮:৪২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / 347
জব্দকৃত মোটরসাইকেল ছিনিয়ে নিতে ঈশ্বরদীতে ছাত্রলীগের সহসভাপতি কর্তৃক হাইওয়ের এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ ছাত্রলীগনেতা ও তার সহযোগীকে গ্রেফতারসহ ২টি মোটরসাইকেল জব্দ করেছে।
বৃহস্পতিবার ২৫ মে বিকেলে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, পাবনা সদর থানার মজিদপুর গ্রামের মতিউর রহমান মিন্টুর ছেলে আশিকুর রহমান আকাশ (২৪) ও একই এলাকার সৌরভ আলীর ছেলে হাসিব আলী (২৯)।
আটক আশিকুর রহমান আকাশ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও পাবনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসিব ছাত্রলীগকর্মী ও আকাশের সহযোগী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাসান বাশির জানান, শুক্রবার ২৬ মে দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যানাল জানান, বৃহস্পতিবার বিকেলে পাকশী হাইওয়ে থানার সদস্যরা পাবনার টেবুনিয়া বাজার এলাকায় তল্লাশি চৌকি বসায়। এসময় উলাটা পথে আসা আশিকুর রহমান আকাশের হেলমেট ব্যবহার না করা এবং গাড়ির কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি আটক করা হয়। এসময় আকাশ পুলিশের সঙ্গে উত্তেজিত হয়ে অশালিন কথাবার্তা বলে। পরে আটক মোটরসাইকেলটি হাইওয়ে থানার পুলিশ সদস্য সাধন চন্দ্র বর্মণের মাধ্যমে হাইওয়ে থানাতে পাঠানো হয়।
ওসি আরও জানান, পথিমধ্যে ঈশ্বরদী দাশুড়িয়ার মুনসিদপুর এলাকায় আশিকুর রহমান আকাশ তার সহযোগি হাসিব আলী অপর একটি মোটরসাইকেল নিয়ে এসে কনস্টেবল সাধন চন্দ্রের গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে চেষ্টা করে এবং বেধড়ক মারপিট করতে থাকে।
সেসময় ঈশ্বরদী থানা পুলিশের একটি গাড়ি আসামীদের পাবনা জেলহাজতে রেখে ফেরার পথে পোশাক পরিহিত পুলিশ সদস্যকে মাটিতে ফেলে বেধড়ক মারপিট করতে দেখে তাদের আটক করে। আর আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাসান বাশির জানান, এবিষয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশের এএসআই বেলাল হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টায় মারপিট করার অভিযোগে মামলা দায়ের করেছে। আটক আশিকুর রহমান আকাশ ও হাসিব আলীকে পাবনা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মালিগাছা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন জানান, ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আকাশ ও তার সহযোগি হাসিব আলীর বিষয়টি শুনেছি। তাদের বিষয়ে পাবনা জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে জানানো হয়েছে। তারা সাংগঠনিকভাবে কি পদক্ষেপ নেবেন তা জেলা কমিটির ব্যাপার।