পাঁচ দফা দাবিতে পাবনায় জাতীয় আদিবাসী পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশিত সময় ০৯:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 157
জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনার আদিবাসী পরিষদ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও পথসভা করেছে।
মঙ্গলবার ৩০ মে সকাল এগারোটায় পাবনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে আব্দুল হামিদ রোড প্রদক্ষিন করে আবার শহীদ মিনারের সামনে পথসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স এর সভাপতিত্বে কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান।
এসময় বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি, আদিবাসী যুব পরিষদের আহ্বায়ক মিঠুন রবিদাস, সুজানগরের শ্রী বাস বাগদি।
সঞ্চালনা করেন, আদিবাসী ছাত্র পরিষদের আহ্বায়ক অপূর্ব কুমার সিংহ।
আদিবাসীদের অধিকার আদায়ে আদিবাসীদের আদিবাসী হিসাবে সাংবিধানিক স্বীকৃতি আদিবাসীদের ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠন সহ পাঁচটি দাবি করা হয়।
দাবিগুলো হলো-
১। বাদ পড়া আদিবাসী জাতিগোষ্ঠিকে গেজেটে অন্তর্ভুক্ত করন।
২। সরকারী চাকুরীতে আদিবাসীদের কোঠা নিশ্চিত ও উচ্চ শিক্ষায় কোঠা বাস্তবায়ন।
৩। গাইবান্ধা জেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মের তিন সাঁওতাল হত্যার বিচার।
৪। রাজশাহীর গোদাগাড়ী সেচের পানি না পেয়ে আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার।
৫। সারাদেশে আদিবাসীদের উপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবরদখল, মিথ্যা মামলা, লুটপাট সহ সকল প্রকার অনিয়ম বন্ধ করতে হবে।