ঈশ্বরদীতে রেলওয়ের চোরাই মালামাল সহ দুইজন আটক
- প্রকাশিত সময় ১২:০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / 417
ঈশ্বরদীতে রেলওেয়ের চোরাই মালামাল সহ দুইজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
বুধবার ৭ জুন রাত ১০ টার সময় ঈশ্বরদীর লোকোসেড ও বস্তিপাড়া থেকে ঐ চোরাকারবারিদের আটক করা হয়।
আটককৃতরা হলো, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পূর্ব নুরমহল্লার মন্টু মন্ডলের ছেলে ওয়াসিম (৩০) ও ফতেমোহাম্মদপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহেল রানা (৩০)।
ঈশ্বরদী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার উপ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ পৃথক পৃথক অভিযান চালিয়ে পূর্ব নুরমহল্লা বস্তিপাড়া ও লোকোসেড বেলতলা থেকে ১,জন চোর ও ১জন ভাঙ্গারী ব্যবসায়ী কে ১৬ কেজি রেলওয়ে ইঞ্জিনের তামার তার সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক সোহেল রানা ভাঙ্গারী ব্যবসায়ী এবং ওয়াসিম সক্রিয় চোর চক্রের সদস্য। এছাড়াও চোর চক্রের ৬ সদস্য পলাতক রয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।