ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে মুচড়ে গেছে; গুরুতর আহত ২

- প্রকাশিত সময় ০৪:৩০:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / 501
ঈশ্বরদীতে যাত্রীবাহী আমার দেশ আমার গর্ব নামক বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেছে। এতে বাসের চালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
সোমবার ১১জুন সকাল সাড়ে নয় ঘটিকার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া-বনপাড়া মহাসড়কের শেখ পাড়ায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।
আহত যাত্রী মল্লিকা মণ্ডল (৫৫), বরিশাল সদরের শ্রী জম দ্বীপ বড়াই এর স্ত্রী ও চালক ওহাব (৪০) নওগাঁ জেলার মানদা থানার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে কুষ্টিয়াগামী আমার দেশ আমার গর্ব বাস সোমবার সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকার দিকে দাশুড়িয়া–বনপাড়া মহাসড়কের শেখপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছে সজোরে আঘাত হানলে গাড়ীর সামনের অংশ চেপে যায়। এসময় গাড়ীর চালক এবং যাত্রী দুজনেই গাড়ীর কেবিনে আটকে যায়।
আহত চালক ও যাত্রীকে গাড়ীর বডি কেটে উদ্ধার করা হয়েছে বলেও তারা জানান।
আহত বাস চালক ও এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আহত ব্যক্তিগণ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।