স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
- প্রকাশিত সময় ০৫:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / 133
পাবনার সাঁথিয়ায় পারিবারিক কলহের জের ধরে রওশানারা (২৫) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সুমন হোসেন বলাই (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ৬ জুলাই ভোররাত ৩টার দিকে উপজেলার পার করমজা গ্রামে।
জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে উপজেলার পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমনের সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার চয়ড়া গ্রামের রওশন প্রামানিকের মেয়ে রওশানার বিবাহ হয়।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় রওশানারাকে তার স্বামী বলাই মারপিট করতো। বৃহস্পতিবার ভোররাতে রওশনারাকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় বাড়ির সামনে ফেলে রাখে। ফলে সেখানে তার মৃত্যু ঘটে।
রওশনারার চাচা আব্দুল কুদ্দুস প্রামানিক জানান, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে সুমনের সঙ্গে রওশানারর বিবাহ হয়। বৃহস্পতিবার রাত তিনটার দিকে সুমন তার শ্বশুরকে খবর দেন আপনার মেয়ে খুব অসুস্থ আমার বাড়িতে চলে আসেন। পরে আমার ভাই রাত ৪টার দিকে সুমনদের বাড়িতে পৌঁছে দেখতে পায় তার মেয়ে মৃত অবস্থায় ওই বাড়ির ঘরের সামনে পড়ে আছে।
নিহতের বাবা রওশন প্রামানিক অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই আমার মেয়েকে মারধর করতো সুমন। এ নিয়ে বিগত দিনে কয়েকবার সালিস বিচারও হয়েছে।
তিনি অভিযোগ করে আরও বলেন, আমার মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সুমনকে গ্রেফতার করা হয়েছে।