জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকার ‘খবরটি মিথ্যা’
- প্রকাশিত সময় ১১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / 185
পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতার বাড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হকসহ ১৩ জনের মধ্যাহ্নভোজের খবরটি মিথ্যা বলে দাবি করেছে জাতীয় সংসদ সচিবালয়।
রোববার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রিন্ট গণমাধ্যম, ইলেকট্রনিক গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম, আঞ্চলিক ও স্থানীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘জামায়াত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যদের’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং একই বিষয়ে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
প্রকাশিত সংবাদটি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুসহ ১৩ জন জাতীয় সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করার জন্য কুচক্রী মহলের ইন্ধনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়। প্রকাশিত সংবাদটির কয়েকটি লাইন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত।
এতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও মহিলা সংসদ সদস্যরা গত ২৬ জুলাই পাবনা জেলা সফরকালে কোনো জামায়াত নেতার বাড়িতে যাননি। তিনি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাধীন ভূতেরগাড়ী ইসলামপাড়ায় অবস্থিত ঈশ্বরদীর আরআরপি রেস্ট হাউজে। ওই মধ্যাহ্নভোজের ব্যবস্থাপনায় ছিল আরআরপি গ্রুপ কর্তৃপক্ষ। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটিতে বলা হয় ‘পাবনার ঈশ্বরদী পৌরসভা জামায়াতের আমির গোলাম আজমের বাড়িতে এই মধ্যাহ্নভোজের আয়োজন হয়’। প্রকাশিত বক্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কল্পনাপ্রসূত।
প্রকাশিত সংবাদে বলা হয়, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারসহ ১৩ জন সংসদ সদস্য বুধবার ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ও আরআরপি ফিড মিলের মালিক গোলাম আজমের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের ১১ জন সংসদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস। বাস্তবে আরআরপি গ্রুপের মালিকানায় গোলাম আজম নামে কোনো ব্যক্তি নেই, প্রকাশিত এ কথাগুলোও একেবারে ভিত্তিহীন ও বানোয়াট।
এ ছাড়াও উল্লিখিত দিনে ডেপুটি স্পিকার গাছের চারা রোপন করেন আরআরপি শিল্প প্রতিষ্ঠানের বাইরের আঙ্গিনায়, সেটা কোনো জামায়াত নেতার প্রতিষ্ঠান নয়। উল্লিখিত সংবাদে গোলাম আজম নামে যে জামায়াত নেতার কথা বলা হয়েছে তা ভিত্তিহীন, বানোয়াট ও পুরোপুরি মিথ্যা।
প্রকাশিত সংবাদের বিষয়ে ডেপুটি স্পিকারের পক্ষে সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রিন্ট মিডিয়ার যে পৃষ্ঠার যে জায়গায় সংবাদটি ছাপা হয়েছে ঠিক একই জায়গায় এই সংবাদ বিজ্ঞপ্তির বক্তব্য ছাপানোর জন্য এবং যে সব ইলেকট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেইসব ইলেকট্রনিক মাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে এই বক্তব্য প্রকাশসহ দুঃখ প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।