বিয়ের ৪ মাসেই একসঙ্গে প্রাণ দিলেন নবদম্পতি
- প্রকাশিত সময় ০১:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / 67
সাভারের আশুলিয়ায় বিয়ের ৪ মাসের মাথায় দাম্পত্য কলহের জেরে বিষপানে এক নবদম্পতি আত্মহত্যা করেছেন।
সোমবার (৩১ জুলাই) সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, স্বামী মৃদুল ইসলাম (১৯) জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার নজরুল ইসলামের ছেলে এবং মারুফা আক্তার মুন্নীর (১৯) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
মুন্নীর বাবা আব্দুল মান্নান জানান, চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মুন্নী ও মৃদুলের। ওরা ঢাকায় এসে গার্মেন্টে চাকরি নেয়। তারপর কি হয়েছে আমরা কিছুই জানি না। কেন যে ওরা এরকম করল আমাদের দুই পরিবারের কেউই জানে না।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, মৃদুল ও মুন্নীর চার মাসে আগে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিলো। তারা ধলপুর এলাকায় ভাড়া বাসায় থেকে দুজনেই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। রোববার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে দুজনই বাইরে থেকে এসে ভাড়া বাসায় অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্ত্রী মারুফা চিকিৎসাধীন অবস্থায় আশুলিয়ার গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার চিকিৎসাধীন থেকে মারা যান। আর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মৃদুলের। পরে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, দাম্পত্য কলহের জের ধরে বিষপানে ওই দম্পতি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের উভয় পরিবারের স্বজনরা থানায় এসেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।