আবারও ব্রডের বিদায়ের সাক্ষী মঈন আলী
- প্রকাশিত সময় ০২:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / 75
২০১৪ সালে টি-টোয়েন্টি, ২০১৬ সালে ওয়ানডে এবং ২০২৩ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড। আর ব্রডের প্রতিটি বিদায়ী ম্যাচের সাক্ষী হয়েছেন সতীর্থ মঈন আলী। টেস্ট বিদায়ে মঈন থাকার কথা ছিল না, কিন্তু পরিস্থিতি তাকে টেনে এনেছে।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টায় অ্যাশেজের শেষ টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে নামবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এ দিকে এবারের অ্যাশেজ সিরিজে অবসর নেয়া মঈন আলীর থাকার কোনো আলোচনাই ছিল না। কিন্তু জ্যাক লিচের চোটের কারণে অবসর ভেঙে দলে ফিরতে বাধ্য হন মঈন। তাতে ব্রডের শেষ আন্তর্জাতিক ম্যাচের সাক্ষী হলেন তিনি। যদিও ধারণা করা হচ্ছে, এটি মঈনেরও শেষ টেস্ট হতে চলেছে। তবে এখনও তিনি সেই ঘোষণা দেননি।
প্রসঙ্গত, ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটকে বিদায় বলেছিলেন ব্রড। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এবার অ্যাশেজ সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানলেন ব্রড। বিদায়ী ম্যাচের আগে নিজ দল ও প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গার্ড অব অনার পেয়েছেন ব্রড।