ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

৭৩ বারের মতো পেছালো রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / 53

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছালো। আগামী ২০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে ৭৩ বার পেছালো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই টাকা পরে ফিলিপাইনে পাঠানো হয়।

ওই ঘটনায় একই বছর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।


মামলাটি তদন্ত করছে সিআইডি।

এই রকম আরও টপিক

৭৩ বারের মতো পেছালো রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল

প্রকাশিত সময় ০২:৩৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছালো। আগামী ২০ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৩১ জুলাই) এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন তারিখ নির্ধারণ করেন।

এ নিয়ে ৭৩ বার পেছালো এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। ওই টাকা পরে ফিলিপাইনে পাঠানো হয়।

ওই ঘটনায় একই বছর ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ধারা ও ৩৭৯ ধারায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়।


মামলাটি তদন্ত করছে সিআইডি।