ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

১৫ লাখ টাকা খরচ করে কুকুর সাজলেন তিনি

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০১:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 37

কথায় আছে শখের তোলা লাখ টাকা। কথাটা যে শুধুই কথার কথা না তার প্রমাণ পাওয়া গেল আবারো। লাখ টাকা দিয়েই শখ পূরণ করেছেন এক ব্যক্তি। সেজেছেন কুকুরের সাজে! ১৪ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা খরচ করে কুকুরের কস্টিউম (বিশেষ ধরনের পোশাক) তৈরি করেছেন এক ব্যক্তি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুনতে খুব অবাক লাগছে তাই না । এ কেমন শখ । কিন্তু অবাক করা হলেও সত্য এই ঘটনাটি ঘটেছে জাপানে। জাপানের টোকো (ছদ্মনাম) নামের এক ব্যক্তি তার এই অদ্ভুত শখ পূরণ করে কুকুর সেজেছেন। এরপর সেই পোশাক পরে ৫ মিনিটের একটি ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোডও করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, বড় আকারের একটি কুকুর একজন নারীর সঙ্গে পার্কে,  ফুটপাতে হাঁটছে।  সত্যিকারের আদুরে পোষা কুকুরের মতো মাাঝেমাঝে গড়াগড়ি খাচ্ছে, কখনও অন্যান্য মানুষ ও কুকুরের দিকে তাকিয়ে হাতও নাড়ছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে হুবহু কুকুরের মতোই দেখাচ্ছে। দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি কস্টিউম আর এর ভেতরে রয়েছে রক্ত-মাংসের তৈরি মানুষ।

পার্কে মালিকের সঙ্গে ঘুরতে আসা পোষা কুকুরগুলো অবশ্য তার কাছে ঘেঁষতে চায়নি। বরং তাকে দেখে তারা কিছুটা ভয় পেয়েছে বলে মনে হচ্ছে।

টোকো নামের সেই ব্যক্তি জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল আরটিএলকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, জেপেট নামের প্রতিষ্ঠান তাকে এই কস্টিউমটি তৈরি করে দিয়েছে।

জেপেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  টোকো বলেন, ‘প্রাণী হয়ে ওঠার স্বপ্ন আমার বহুদিনের। জেপেট আমার সেই স্বপ্নপূরণে সহযোগিতা করেছে।

জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেপেট মূলত চলচ্চিত্র, টেলিভিশন সিরিয়াল এবং বাণিজ্যিক ইভেন্টের জন্য মাসকট, কস্টিউম ইত্যাদি প্রস্তুত করে থাকে।

আরটিএলকে টোকো জানান, জার্মানিতে প্রায় এক বছর আগে এই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। তারপর এই কস্টিউম পরে আরও কয়েকটি ভিডিওচিত্র বানান টোকো।

এই রকম আরও টপিক

১৫ লাখ টাকা খরচ করে কুকুর সাজলেন তিনি

প্রকাশিত সময় ০১:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

কথায় আছে শখের তোলা লাখ টাকা। কথাটা যে শুধুই কথার কথা না তার প্রমাণ পাওয়া গেল আবারো। লাখ টাকা দিয়েই শখ পূরণ করেছেন এক ব্যক্তি। সেজেছেন কুকুরের সাজে! ১৪ হাজার মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা খরচ করে কুকুরের কস্টিউম (বিশেষ ধরনের পোশাক) তৈরি করেছেন এক ব্যক্তি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুনতে খুব অবাক লাগছে তাই না । এ কেমন শখ । কিন্তু অবাক করা হলেও সত্য এই ঘটনাটি ঘটেছে জাপানে। জাপানের টোকো (ছদ্মনাম) নামের এক ব্যক্তি তার এই অদ্ভুত শখ পূরণ করে কুকুর সেজেছেন। এরপর সেই পোশাক পরে ৫ মিনিটের একটি ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোডও করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে, বড় আকারের একটি কুকুর একজন নারীর সঙ্গে পার্কে,  ফুটপাতে হাঁটছে।  সত্যিকারের আদুরে পোষা কুকুরের মতো মাাঝেমাঝে গড়াগড়ি খাচ্ছে, কখনও অন্যান্য মানুষ ও কুকুরের দিকে তাকিয়ে হাতও নাড়ছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে হুবহু কুকুরের মতোই দেখাচ্ছে। দেখে বোঝার উপায় নেই যে, এটি একটি কস্টিউম আর এর ভেতরে রয়েছে রক্ত-মাংসের তৈরি মানুষ।

পার্কে মালিকের সঙ্গে ঘুরতে আসা পোষা কুকুরগুলো অবশ্য তার কাছে ঘেঁষতে চায়নি। বরং তাকে দেখে তারা কিছুটা ভয় পেয়েছে বলে মনে হচ্ছে।

টোকো নামের সেই ব্যক্তি জার্মানিভিত্তিক টেলিভিশন চ্যানেল আরটিএলকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, জেপেট নামের প্রতিষ্ঠান তাকে এই কস্টিউমটি তৈরি করে দিয়েছে।

জেপেটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  টোকো বলেন, ‘প্রাণী হয়ে ওঠার স্বপ্ন আমার বহুদিনের। জেপেট আমার সেই স্বপ্নপূরণে সহযোগিতা করেছে।

জাপানভিত্তিক প্রতিষ্ঠান জেপেট মূলত চলচ্চিত্র, টেলিভিশন সিরিয়াল এবং বাণিজ্যিক ইভেন্টের জন্য মাসকট, কস্টিউম ইত্যাদি প্রস্তুত করে থাকে।

আরটিএলকে টোকো জানান, জার্মানিতে প্রায় এক বছর আগে এই ভিডিওটি তৈরি করেছিলেন তিনি। তারপর এই কস্টিউম পরে আরও কয়েকটি ভিডিওচিত্র বানান টোকো।