তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ১২ দফা দাবিতে লালমনিরহাটে মানববন্ধন
- প্রকাশিত সময় ০২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 39
তিস্তা মহাপরিকল্পনা, মোগলহাট শুল্ক স্থলবন্দর ও অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালুসহ ১২ দফা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় লালমনিরহাটের মিশন মোড় চত্বরে সামাজিক সংগঠন অতিক্রমের আয়োজনে এ মানববন্ধন করা হয়।
অতিক্রমের আহবায়ক মো. হেলাল হোসেন কবিরের সভাপতিত্বে লালমনিরহাটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অতিক্রম লালমনিরহাটের ১২ দফা বাস্তবায়নের দাবি জানান।
দফাগুলো হলো- ১. প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; ২. পরিবেশবান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট শুল্ক স্থলবন্দর স্থাপনের ঘোষণার বাস্তবায়ন করতে হবে; ৪. লালমনিরহাট থেকে অভ্যন্তরীণ বিমান যাতায়াত চালু করতে হবে; ৫. রংপুর-লালমনিরহাট-বুড়িমারী ৪ লেন সড়ক করতে হবে। ৬. তিস্তা নদীর উপর ডুয়েল গেজ নতুন রেলসেতু তৈরি করতে হবে; ৭. লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; ৮. বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু করতে হবে; ৯. যুব প্রশিক্ষণ কেন্দ্র ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; ১০. লালমনিরহাট শহরে আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ১১. ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; ১২. লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করতে হবে।