সড়কে কাজ করতে গিয়ে লরিচাপায় প্রাণ গেল শ্রমিকের
- প্রকাশিত সময় ০২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 43
নেত্রকোনায় কেন্দুয়ায় সড়কে কাজ করার সময় লরিচাপায় এ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিক সুমন মিয়া (১৩) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রোলার চালম আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা-কেন্দুয়া সড়কে দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজ চলমান। সকালে সড়কের টেঙ্গুরী আল খায়রুল অটোরাইস মিলসংলগ্ন ঠিকাদারী প্রতিষ্ঠান রিড কনস্ট্রাকশন কোম্পানির একটি লরি রাস্তায় পানি দেয়ার কাজ করছিল। এ সময় শ্রমিক সুমন মিয়া ওই লরির নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম।
তিনি জানান, কোনো অভিযোগ না থানায় ওই শ্রমিকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।