সচল হলো বাংলাদেশ ব্যাংকের সার্ভার
- প্রকাশিত সময় ০২:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 54
বাংলাদেশ ব্যাংকের রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেনে সমস্যা দেখা দিয়েছিল। তবে সে ত্রুটি সারানোর পর মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক লেনদেন চলছে।
বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র সারোয়ার হোসেন।
তিনি জানান, আরটিজিএস পদ্ধতিতে লেনদেনে সার্ভার জটিলতা সমাধান হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকেই আন্তঃব্যাংক লেনদেন চলছে।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা, যার মাধ্যমে একটি ব্যাংক হতে আরেকটি ব্যাংকে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়। এ পদ্ধতিতে লেনদেনের সর্বনিম্ন সীমা এক লাখ টাকা।
এর আগে, সোমবার (৩১ জুলাই) আরটিজিএস সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল, আরটিজিএস সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। সোমবার এ পদ্ধতিতে সব লেনদেন বন্ধ ছিল।