ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ট্রেনের শিডিউল বিপর্যয়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০২:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 41

লালমনিরহাটে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সময় মত ট্রেনগুলো চলাচল না করায় হাজার হাজার যাত্রী বি‌ভিন্ন স্টেশনে আটকা প‌ড়ছেন। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়ছেন তারা; রয়েছে ভোগান্তিও।

সরেজমিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন থেকে সময়মতো ছাড়ছে না কোনো ট্রেন। প্রতিনিয়ত ঘটছে শিডিউল বিপর্যয়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ‘লালমনি এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির যাত্রীরা। মঙ্গলবার (১ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হওয়ার কথা থাকলেও অধিকাংশ সময় ছাড়ছে দুপুর ১২টার পর। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকা পড়ে ভ্যাপসা গরমে শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। আর দীর্ঘ অপেক্ষার পর ট্রেন ছাড়লেও গন্তব্যে পৌঁছাতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের।


‘লালমনিরহাট এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রী মোমেনা বেগম জানান, ট্রেনের অপেক্ষায় প্রায় ২ ঘণ্টা ধরে বসে থাকলেও কোনো খবর নেই। কখন আসবে তা বলতে পারেন না স্টেশনমাস্টার।

আরেক যাত্রী বুলু মিয়া জানান, ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করার পরও স্টেশনের বিশ্রামাগার খুলে দেয়া হয় না। এমনকি বন্ধ রাখা হয় ফ্যান। ফলে অতিকষ্টে স্টেশনে থাকতে হয় যাত্রীদের।


লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনমাস্টার নুরন্নবী ইসলাম যাত্রীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রেন বিলম্বে চলাচল করলে যাত্রীদের সুবিধার জন্য বিশ্রামার খুলে দেয়াসহ নানা সুবিধা দেয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের আওতায় আন্তঃনগর, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে ২২ জোড়া। কিন্তু ২০টি স্টেশন বন্ধ থাকায় রেলক্রসিং করতে দীর্ঘপথ পাড়ি দিতে হয় ট্রেনগুলোকে। ফলে ট্রেনের সময় বিলম্ব হয়।

এই রকম আরও টপিক

ট্রেনের শিডিউল বিপর্যয়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

প্রকাশিত সময় ০২:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

লালমনিরহাটে ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সময় মত ট্রেনগুলো চলাচল না করায় হাজার হাজার যাত্রী বি‌ভিন্ন স্টেশনে আটকা প‌ড়ছেন। ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষায় ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়ছেন তারা; রয়েছে ভোগান্তিও।

সরেজমিনে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন থেকে সময়মতো ছাড়ছে না কোনো ট্রেন। প্রতিনিয়ত ঘটছে শিডিউল বিপর্যয়। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ‘লালমনি এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির যাত্রীরা। মঙ্গলবার (১ আগস্ট) সকাল সোয়া ১০টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হওয়ার কথা থাকলেও অধিকাংশ সময় ছাড়ছে দুপুর ১২টার পর। ফলে ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে আটকা পড়ে ভ্যাপসা গরমে শিশুদের নিয়ে বিপাকে অভিভাবকরা। আর দীর্ঘ অপেক্ষার পর ট্রেন ছাড়লেও গন্তব্যে পৌঁছাতেও বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের।


‘লালমনিরহাট এক্সপ্রেস’ ট্রেনটির যাত্রী মোমেনা বেগম জানান, ট্রেনের অপেক্ষায় প্রায় ২ ঘণ্টা ধরে বসে থাকলেও কোনো খবর নেই। কখন আসবে তা বলতে পারেন না স্টেশনমাস্টার।

আরেক যাত্রী বুলু মিয়া জানান, ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করার পরও স্টেশনের বিশ্রামাগার খুলে দেয়া হয় না। এমনকি বন্ধ রাখা হয় ফ্যান। ফলে অতিকষ্টে স্টেশনে থাকতে হয় যাত্রীদের।


লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনমাস্টার নুরন্নবী ইসলাম যাত্রীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রেন বিলম্বে চলাচল করলে যাত্রীদের সুবিধার জন্য বিশ্রামার খুলে দেয়াসহ নানা সুবিধা দেয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের আওতায় আন্তঃনগর, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে ২২ জোড়া। কিন্তু ২০টি স্টেশন বন্ধ থাকায় রেলক্রসিং করতে দীর্ঘপথ পাড়ি দিতে হয় ট্রেনগুলোকে। ফলে ট্রেনের সময় বিলম্ব হয়।