কানাডায় না গিয়ে মিরপুরে অনুশীলনে আফিফ
- প্রকাশিত সময় ০৩:৩০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 36
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাঝপথে সাকিব আল হাসান শ্রীলঙ্কায় পাড়ি জমালেও এখনও খেলছেন লিটন দাস। একই টুর্নামেন্টে ডাক পেয়েছেন আফিফ হোসেন ধ্রুবও। এই টুর্নামেন্টে অংশ নিতে গত রোববার (৩০ জুলাই) কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তি পত্র দিলেও কানাডা যেতে পারেননি আফিফ।
সারে জাগুয়ার্সের হয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ডাক পেলেও খেলা হচ্ছে না আফিফ হোসেনের। বিসিবি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ভিসা জটিলতায় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে কানাডায় যেতে পারেননি তিনি। ভিসার জন্য আবেদন করার পর নির্ধারিত সময়ে ভিসা পাননি জাতীয় দলের এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটার।
টুর্নামেন্টটিতে এখন শেষ পর্যায়ের খেলা চলছে। ভিসা পাওয়ার পর যদি কানাডায় যেতেন তবে তার দল জাগুয়ার্সের মাত্র একটি ম্যাচেই খেলতে পারতেন আফিফ। তাই আর ঝক্কি সামলে কানাডা যাননি তিনি। তাই অগত্যা মিরপুরেই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।
সারে জাগুয়ার্সের হয়েই এই আসরে খেলছেন্টাইগার ওপেনার লিটন দাস। তবে নামের প্রতি মোটেই সুবিচার করতে পারছেন না তিনি। আসরে এখনও বলার মতো কোনো ইনিংস উপহার দিতে পারেননি লিটন। একই দলের হয়েই মাঠ মাতানোর কথা ছিল আফিফেরও।
আগামী ৬ আগস্ট গ্লোবাল টি-টোয়েন্টির এই আসরের পর্দা নামবে। টুর্নামেন্ট খেলার জন্য ৮ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছিলেন আফিফ। এরপর দেশে ফিরে তার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে না যাওয়ায় মঙ্গলবারই (১ আগস্ট) ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।