২০ বছর পর বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা
- প্রকাশিত সময় ০৪:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 102
দীর্ঘ ২০ বছর পর বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে মুরাদ হোসাইনকে ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাডভোকেট রাব্বিকে।
সোমবার (৩১ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ১৫ জুলাই বরগুনার সিরাজউদ্দিন টাউন হলে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পাওয়া মুরাদ হোসাইন বলেন, রাজনীতিতে আমার যাত্রা শুরু হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে। বঙ্গবন্ধুর আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী আমি নিজেকে তৈরি করার চেষ্টা করেছি সব সময়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পাওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে ২০০৩ সালের ৩০ জুলাই সবশেষ বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ২০ বছর স্বেচ্ছাসেবক লীগের আর কোনো সম্মেলন ও কমিটি গঠন হয়নি।