মুন্সীগঞ্জে শোক র্যালিতে মানুষের ঢল
- প্রকাশিত সময় ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 94
মুন্সীগঞ্জের লৌহজং শোকাবহ আগস্টের প্রথম দিনে শোক র্যালিতে মানুষের ঢল নামে। মঙ্গলবার (০১ আগস্ট) শ্রবাণের বৃষ্টি উপেক্ষা করে নানা অঞ্চল থেকে মানুষ পদ্মাপাড়ের লৌহজং কলেজ মাঠে জড়ো হন। পরে প্রধান সড়ক ধরে র্যালিটি মালির অঙ্কে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
স্মরণকালের বৃহৎ এই শোক র ্যালিতে নেতৃত্ব দেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি।
পরে শোক মঞ্চে সামাবেশ তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, আমাদের অন্তহীন প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক মুক্তির বাণী ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করতে যারা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত এবং তাদের অনুসারীদের প্রতি ঘৃণা জানিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাঙালির স্বাধীনতা ও মুক্তির স্থপতি বঙ্গবন্ধু বাংলার মাটি ও মানুষের পরম আপনজন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। আধুনিক সমৃদ্ধ ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠায় সকলকে এক্যবদ্ধ থাকতে হবে।