লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪
- প্রকাশিত সময় ০৪:৫৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / 116
লক্ষ্মীপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব জেলার সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকার কাঠালি গ্রামের মানিক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, আনন্দ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে আসছিল। এসময় লক্ষ্মীপুর থেকে চন্দ্রগঞ্জ বাজারমুখী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ঘটনাস্থল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও ৪ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর মাহবুবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৫ জনকে আনা হয়েছে। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।