৩০ হাজার সমর্থকের সামনে কাভানিকে বরণ করল বোকা
- প্রকাশিত সময় ০১:১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / 51
করে নিল আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স। স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফ্রি ট্রান্সফারে আর্জেন্টাইন ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেছেন উরুগুইয়ান এই স্ট্রাইকার।
সৌদি ফুটবলে কাড়িকাড়ি অর্থের ছড়াছড়ি। তাইতো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সৌদি লিগকে বেছে নিয়েছেন একসময় ইউরোপ মাতানো ফুটবলাররা। অনেকেই আবার ক্যারিয়ারের সায়াহ্নে এসে একটু বিশ্রামে থাকতে নাম লিখিয়েছেন অপেক্ষাকৃত কম প্রতিযোগিতাপূর্ণ লিগ এমএলএসে।
তবে সেক্ষেত্রে একেবারেই ভিন্ন এডিনসন কাভানি। ক্যারিয়ারের শেষ বেলাতে এসেও খেলছেন প্রতিযোগিতামূলক লিগগুলোতে। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ভ্যালেন্সিয়ায় পাড়ি জমান ৩৬ বছর বয়সী এই ফুটবলার। তবে স্পেনের ক্যারিয়ারটা খুব একটা সুখকর ছিল না এই স্ট্রাইকারের জন্য। কোচের সঙ্গে বনিবনা না হওয়া ও বাজে ফর্মের কারণে সুযোগ হারান নিয়মিত ম্যাচ খেলার। তাই মেয়াদ আরো এক বছর থাকা সত্ত্বেও ভ্যালেন্সিয়ার সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি।
ক্যারিয়ারে ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের অধ্যায় শেষ করে এবার নতুন ঠিকানা আর্জেন্টিনা। নাম লিখিয়েছেন দিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব বোকা জুনিয়র্সে। ফ্রি ট্রান্সফারে আর্জেন্টিনার ক্লাবটির সঙ্গে দেড় বছরের চুক্তি করেছেন কাভানি।
লা বোমবেরেনা স্টেডিয়ামে জমকালো আতশবাজি ও ৩০ হাজার সমর্থকদের সঙ্গে নিয়ে কাভানিকে বরণ করে নিল বোকা জুনিয়র্স। সেখানেই ক্লাবটির ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয় তার হাতে। সমর্থকদের এমন ভালোবাসা হৃদয় কেড়েছে কাভানির। খেলতে চান নিজের শতভাগ দিয়ে।
এডিনসন কাভানি বলেন, ‘আমি শতভাগ চেষ্টা করব ক্লাবের জন্য নিজের সেরাটা দেয়ার। সমর্থকরা আমাকে যেভাবে স্বাগত জানিয়েছে, তা সত্যিই অসাধারণ। আশা করি এই মানুষদের আনন্দ দিতে পারব।’
ক্যারিয়ারের শেষ বেলায় এসে নিজ দেশের পাশে থাকতেই বোকা জুনিয়র্সকে বেছে নিয়েছেন কাভানি। উরুগুয়ের এই স্ট্রাইকার বলেন, ‘আমার বয়স এখন ৩৬, ক্যারিয়ারের শেষ সময়ে আছি। চেয়েছিলাম শেষটা নিজ দেশের পাশেই থাকতে। আর আর্জেন্টিনার পরিবেশ ও আবহাওয়া উরুগুয়ের মতোই। আর লিগটাও অনেক প্রতিযোগিতামূলক। এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতে চাইবো।’
ধারণা করা হচ্ছে, আগামী রোববার (৬ আগস্ট) রিভারপ্লেটের বিপক্ষে বোকা জুনিয়র্সের হয়ে অভিষেক হতে পারে কাভানির।