হাইকোর্টে আগাম জামিন চাইলেন বিএনপির ১৮ আইনজীবী
- প্রকাশিত সময় ০২:৩৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 158
ভাঙচুরের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির ১৮ আইনজীবী। রোববার (৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হয়।
ওই জামিন আবেদন উপস্থাপন করলে আদালত শুনানির জন্য সোমবার (৭ আগস্ট) দিন ঠিক করে দিয়েছেন।
আদালতে আজ ১৮ আইনজীবীর পক্ষে শুনানিতে অংশ নেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। এরপর আবেদনটি যেন আজই বা বিকেলের মধ্যে শুনানি করা যায় সেই মর্মে আর্জি জানানো হয়। তখন হাইকোর্ট বলেন, আগামীকাল তালিকায় আসলে শুনানি করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষে ভাঙচুর ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের ওপর হামলার অভিযোগে গত ৩ আগস্ট শাহবাগ থানায় বিএনপির ১৮ আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেন আইনজীবী সমিতির সহকারী সুপাররিনটেনডেন্ট মো. রফিকুল্লাহ।
এ মামালায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলামসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, দুর্নীতির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক-জুবাইদার রায়ের প্রতিবাদে হাইকোর্টে বিক্ষোভ মিছিল করেছেন দলটির আইনজীবীরা।