স্ত্রীকে হত্যার পর তিনটি স্যুটকেসে ভরে পানিতে ফেলে দিলেন স্বামী
- প্রকাশিত সময় ০২:৪০:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 56
স্ত্রীকে গুলি করে হত্যার পর মরদেহ খণ্ডিত করে তিনটি স্যুটকেসে ভরেন এক মার্কিনি। এরপর স্যুটকেস তিনটি পানিতে ভাসিয়ে দেন। এই রোমহর্ষক ঘটনার প্রায় ১ মাস পর চলতি মাসের বুধবার (২ আগস্ট) তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ৫ আগস্ট) এবিসি নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের ডেলরে বিচের পাম ট্রেইলের কাছে ইন্ট্রাকোস্টাল ওয়াটারওয়েতে অদ্ভুত বস্তু ভাসতে দেখে পুলিশকে ফোন করেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনটি স্যুটকেস ভাসতে দেখতে পান। তিনটি স্যুটকেসের একটি থেকে মানুষের দেহাবশেষ ঝুলছিল। এরপর স্যুটকেস খুলে তার ভেতরে বন্দুকের গুলিবিদ্ধ একটি মাথা দেখতে পান পুলিশ। প্রাথমিকভাবে নিহত ওই নারীর বয়স ৩৫ থেকে ৫৫ বছরের মধ্যে এবং শ্বেতাঙ্গ বলে শনাক্ত করেছিলেন পুলিশ।
ডেলরে বিচ পুলিশ বলেন, স্যুটকেসগুলো পাথর দিয়ে ভারী করা হয়েছিল। এছাড়াও একটি ব্যাগে ‘বারবোসা’ নামক বিমানবন্দরের এলএটিএএম এয়ারলাইন্সের বারকোড স্টিকার ছিল। এছাড়াও একটি টোট ব্যাগও পাওয়া যায় ঘটনাস্থলে যার হাতল ছেলেদের বেল্ট ও সুতলি দিয়ে মোড়ানো ছিল।
এসব সূত্র ধরে পুলিশ ৭৮ বছর বয়সী উইলিয়াম লোয়ের বাড়িতে তদন্তের জন্য যান। সেখানে তারা লিভিং রুম, ডাইনিং রুম ও বাথরুমসহ পুরো বাড়িতে রক্তের ছোপ ছোপ দাগ দেখতে পান। এছাড়াও লোয়ের স্টোরেজ ইউনিটে মানবদেহের অবশিষ্ট ও রক্তমাখা ধারালো অস্ত্র দেখতে পান।
তবে কী কারণে এই খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি।
বুধবার উইলিয়াম লোয়েকে ফার্স্ট-ডিগ্রি হত্যা ও মৃতদেহের অপব্যবহারের মামলায় পাম বিচ কাউন্টি কারাগারে পাঠানো হয়। পরের দিন তিনি আপিল করলেও আদালত তা নামঞ্জুর করে দেন বলে জানিয়েছেন পুলিশ।