ইমরান খানের গ্রেফতার দেশটির অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র
- প্রকাশিত সময় ০২:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 46
তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্র বলেছে এটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। খবর জিও নিউজের।
শনিবার (৫ আগস্ট) সংবাদমাধ্যমটি ইমরান খান গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের কাছে ই-মেইলে এ বিষয়ে জানতে চাইলে এ মন্তব্য করেন বাইডেন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘পাকিস্তানকে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই আমরা। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটা হয়।’
ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুতের পেছনে মার্কিন সরকারের হাত রয়েছে – এমন অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এছাড়াও আদালতের রায়ে তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।
তবে গ্রেফতার হওয়ার আগে কর্মী-সমর্থকদের উদ্দেশে ভিডিও বার্তা দেন দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি কর্মী-সমর্থকদের শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানান।
তার এ আহ্বানে সাড়া দিয়ে করাচিতে বিক্ষোভ করেন পিটিআই কর্মী-সমর্থকরা। অবশ্য ওই বিক্ষোভ থেকে পিটিআই-এর ১৯ কর্মীকে আটক করেছে করাচি পুলিশ।