আটঘরিয়ায় ২৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
- প্রকাশিত সময় ০৪:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
- / 127
আটঘরিয়ার মাধ্যমিক পর্যায়ে ২৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাবনার আটঘরিয়ায় জনশুমারী ও গৃহগননা ২০২২ প্রকল্পের ব্যবহৃত ট্যাবলেট সমুহ হতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এএইচ এম ফখরুল হোসাইন।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম। বিশেষ অতির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন।
উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মাহবুবা খাতুন মায়া, একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন খান সহ বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদরাসার প্রধানগন ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।