সিরিজসেরা হয়ে যুক্তরাষ্ট্রে জমি পেলেন রাদারফোর্ড
- প্রকাশিত সময় ০২:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / 68
সাধারণত বিশেষ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে নগদ অর্থ কিংবা ক্রেস্ট পেয়ে থাকেন ক্রিকেটাররা। কখনও কিছু আকর্ষণীয় পুরস্কারও দেয়া হয়। এবার তেমনই আকর্ষণীয় এবং ব্যতিক্রম কিছু পেলেন শেরফেইন রাদারফোর্ড।
রোববার (৬ আগস্ট) কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে রাদারফোর্ড সিরিজসেরা হয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন যুক্তরাষ্ট্রের আধা একর (৫০ শতাংশ) জমি। এই পুরস্কারসহ আরও বেশকিছু ক্যাটাগরিতে নগদ অর্থও পেয়েছেন এই ক্যারিবীয়ান ক্রিকেটার।
গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল সারে জাগুয়ার্স ও মন্ট্রিয়েল টাইগার্স। ম্যাচটিতে শেষ বলে ৫ উইকেটের জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় মন্ট্রিয়েল। যেখানে ২৯ বলে অপরাজিত ৩৮ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেরফেইন রাদারফোর্ড।
টুর্নামেন্টটিতে ম্যান অব দ্য সিরিজসহ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ (১ হাজার মার্কিন ডলার), মোমেন্ট অব দ্য ম্যাচ (৫০০ মার্কিন ডলার) এবং ফ্লিপ চ্যালেঞ্জ উইনারের (১ হাজার কানাডিয়ান ডলার) পুরস্কার জেতেন রাদারফোর্ড।
ফাইনালের লড়াইয়ে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৩০ রান করে সারে জাগুয়ার্স। যেখানে যতিন্দর সিং বাদে প্রায় সকলেই ব্যর্থ হয়েছেন। ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি লিটন দাসও। তিনি ১৩ বলে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন।
এ দিকে মাত্র ১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি মন্ট্রিয়েল। তবে প্রথমদিকে অধিনায়ক ক্রিস লিন এবং শেষদিকে রাদারফোর্ডের কল্যাণে জয়ের বন্দরে যেতে পারে মন্ট্রিয়েল বাহিনী। ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান আন্দ্রে রাসেল। মাত্র ৬ বলে রাসেলের ২০ রানের ক্যামিও ইনিংস শিরোপা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।