নানা আয়োজনে ঈশ্বরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত
- প্রকাশিত সময় ১০:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / 258
পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ৮ আগষ্ট সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এসময় বঙ্গমাতা স্মরণে আলোচনা সভায় নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধের সময় তো বটেই, বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন তিনি। সে কারণেই একটি জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে এর স্বাদও এনে দিতে পেরেছিলেন বঙ্গবন্ধু। তার রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছন থেকে কাজ করেছেন বেগম মুজিব। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ যেমন একই সূত্রে গাঁথা। তেমনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবও পরস্পর অবিচ্ছেদ্য নাম।
তিনি আরও বলেন, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাতা ছিলেন বঙ্গমাতা। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টি এম রাহসান কবীর।
এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গমাতার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. ইছাহক আলি মালিথা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, মো. রশীদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলি মালিথা, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক সাখাওয়াত হোসেন সজীব মালিথা, ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক তন্ময় সহ আওয়ামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।