ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

লিগ শুরুর আগেই উলভারহ্যাম্পটন কোচের বিদায়

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
  • / 62

জীবনে কম উত্থান-পতনের সাক্ষী হননি স্পেনের সাবেক ফুটবলার ও কোচ জুলেন লোপেতেগি। এবার ধাক্কা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন থেকে। নতুন মৌসুম শুরুর আগে তাকে কোচের পদ থেকে সরানো হলো।

গত বছর সেভিয়ার থেকে উলভারহ্যাম্পটনের প্রধান কোচ হিসেবে চুক্তি করেছিলেন লোগেপেতি। মেয়াদ ছিল তিন বছর। কিন্তু এক বছর পার হওয়ার আগেই বিদায় নিতে হলো স্প্যানিশ কোচকে। 

মঙ্গলবার (৮ আগস্ট) উলভারহ্যাম্পটন এক বিবৃতিতে দিয়ে জানায়, ‘এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, আমাদের বিদায় বলা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও আমাদের লক্ষ্য ছিল একসঙ্গে এগিয়ে চলা। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য থাকায় কোচ জুলেন লোপেতেগির সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে হলো।’


আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে নতুন মৌসুমের খেলা। তার আগেই প্রধান কোচের পদ শূন্য হলো উলভারহ্যাম্পটনের। তবে ক্লাবটির প্রথম খেলা রয়েছে ১৪ আগস্ট। তবুও কোচহীন উলভারহ্যাম্পটনকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। আর প্রথম ম্যাচটিই শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 


জুলেন লোপেতেগির কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। সে সময়ে তিনি স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব পেয়েছিলেন। পরে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব পালন করে ২০১৬ সালে স্পেনের জাতীয় দলে প্রবেশ করেন। 

এর আগে অবশ্য পোর্তো এবং রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচিংও তিনি করান। তার কোচিংয়েই ২০১৮ সালে বিশ্বকাপে খেলে স্পেন। কিন্তু বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরে তাকে সরিয়ে দেয়া হয় স্পেনের দায়িত্ব থেকে। তবে রিয়ালে গিয়েও বেশিদিন টিকতে পারেননি। এরপরে সেভিয়ার হয়ে উলভারহ্যাম্পটনের দায়িত্ব নেন তিনি।

এই রকম আরও টপিক

লিগ শুরুর আগেই উলভারহ্যাম্পটন কোচের বিদায়

প্রকাশিত সময় ০২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩

জীবনে কম উত্থান-পতনের সাক্ষী হননি স্পেনের সাবেক ফুটবলার ও কোচ জুলেন লোপেতেগি। এবার ধাক্কা খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন থেকে। নতুন মৌসুম শুরুর আগে তাকে কোচের পদ থেকে সরানো হলো।

গত বছর সেভিয়ার থেকে উলভারহ্যাম্পটনের প্রধান কোচ হিসেবে চুক্তি করেছিলেন লোগেপেতি। মেয়াদ ছিল তিন বছর। কিন্তু এক বছর পার হওয়ার আগেই বিদায় নিতে হলো স্প্যানিশ কোচকে। 

মঙ্গলবার (৮ আগস্ট) উলভারহ্যাম্পটন এক বিবৃতিতে দিয়ে জানায়, ‘এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, আমাদের বিদায় বলা ছাড়া আর কোনো উপায় নেই। যদিও আমাদের লক্ষ্য ছিল একসঙ্গে এগিয়ে চলা। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য থাকায় কোচ জুলেন লোপেতেগির সঙ্গে সম্পর্কচ্ছেদ করতে হলো।’


আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে নতুন মৌসুমের খেলা। তার আগেই প্রধান কোচের পদ শূন্য হলো উলভারহ্যাম্পটনের। তবে ক্লাবটির প্রথম খেলা রয়েছে ১৪ আগস্ট। তবুও কোচহীন উলভারহ্যাম্পটনকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভক্তরা। আর প্রথম ম্যাচটিই শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। 


জুলেন লোপেতেগির কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে। সে সময়ে তিনি স্পেনের অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব পেয়েছিলেন। পরে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের দায়িত্ব পালন করে ২০১৬ সালে স্পেনের জাতীয় দলে প্রবেশ করেন। 

এর আগে অবশ্য পোর্তো এবং রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচিংও তিনি করান। তার কোচিংয়েই ২০১৮ সালে বিশ্বকাপে খেলে স্পেন। কিন্তু বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবরে তাকে সরিয়ে দেয়া হয় স্পেনের দায়িত্ব থেকে। তবে রিয়ালে গিয়েও বেশিদিন টিকতে পারেননি। এরপরে সেভিয়ার হয়ে উলভারহ্যাম্পটনের দায়িত্ব নেন তিনি।