আদিবাসীদের প্রতি মুক্তিযুদ্ধের সময়ের মত কাধে কাধ মিলিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহবান করেছেন এমপি নুরুজ্জামান বিশ্বাস
- প্রকাশিত সময় ০১:০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / 155
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস বলেছেন, “৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আদিবাসী গোষ্টির মানুষ দেশী অস্ত্র ফলা, বল্লম, তীরধনুক নিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। জীবন দিয়েছেন। দেশ স্বাধীন করতে উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন।
আজ যখন শোষিত, বঞ্চিত, নিপীরিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য হাজার বছরের শ্রেষ্ট বাঙা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তখন শুনতে হচ্ছে আদিবাসীদের কষ্টের কথা, অভাব, অনটনের কথা, সুযোগ-সুবিধা বঞ্চিত হয়ে পিছিয়ে যাওয়ার নির্মমতার কথা”।
বুধবার ৯ আগস্ট দুপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের ভিআইপি মিলনায়তন কক্ষে আয়োজিত বিশ্ব আধিবাসী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এমপি এসব কথা বলেন।
জাতিয় আদিবাসী পরিষদ ঈশ্বরদী শাখার আহবায়ক লুৎফর রহমান পাঞ্জাবের সভাপতিত্বে আলোচনা সভায় এমপি নুরুজ্জামান বিশ্বাস আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও আমার দৃষ্টিতে কোন বর্ণ পরিচয় নেই। সবাই বাঙালী জাতি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মিশে এই স্বাধীন বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশের মানুষকে বঙ্গবন্ধু দিয়ে গেছেন স্বাধীনতা। আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে দিচ্ছেন সুখ শাস্তি ও সমৃদ্ধি।
আদিবাসীরা মহান মুক্তিযুদ্ধের সময় যেমন ভূমিকা রেখেছিলেন তেমনি এখন নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নিজেদের ছেলে মেয়েদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। এই জন্য মহান জাতীয় সংসদ অধিবেশনে আদিবাসীদের দাবীগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষন করে কার্যকরি পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুন্নত বাংলাদেশকে নিজের দক্ষতা, মেধা ও শ্রমের মাধ্যমে মধ্যম আয়ের দেশ নিয়ে গেছেন। উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশকে পরিচয় করে দিয়েছেন। দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তিত করার দ্বারপ্রান্তে রয়েছেন।
এমপি বলেন, শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশে শান্তি থাকে। দেশের উন্নতি হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বিশ্বের নিকট বাংলাদেশের মর্যাদা বাড়ে। তাই দেশের অভূত উন্নয়নধারাকে ধরে রাখতে শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করে সরকার গঠন করাতে হবে।
দেলোয়ার হোসেন দেলু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন ঈশ্বরদী পৌরসভা মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (টিওটি) ড. ইসমৎ আরা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজিম তিতিল, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহম্মেদ কিরন, যুবদল নেতা এবং বিশ্বাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, সরকারী কলেজের সাবেক ভিপি মুরাদ আলী মালিথা, অধ্যাপক হাসানুজ্জামান, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, আদিবাসীদের মধ্যে বক্তব্য রাখেন শ্রী সন্তোষ সরদার, সুশান্ত মুন্ডারী, শ্রী সাবিনা বিশ্বাস, সুবর্না সরদার প্রমূখ।
এর আগে জাতীয় আদিবাসী পরিষদের সদস্যরা পাচ দফা দাবী বাস্তবায়নের জন্য শহরের আলহাজ্ব মোড় থেকে একটি র্যালি বের করেন।
র্যালিটি বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।