ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

‘অধিনায়কত্ব’ নিয়ে কী ভাবছেন লিটন

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / 115

তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন নেতার খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসরে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবে তা এখনও ঠিক করতে পারেনি বোর্ড। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ও তামিমের ডেপুটির দায়িত্ব পালন করা লিটন দাস।

সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরেছেন লিটন দাস। কানাডায় ফর্মের সঙ্গে লড়াই করা লিটন দেশে ফিরে বৃহস্পতিবার (১০ আগস্ট) মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। সেখানে অবধারিতভাবে এসেছে ওয়ানডের নেতৃত্বের প্রসঙ্গ।

তবে গণমাধ্যমের প্রশ্নের মুখে লিটন অধিনায়কত্বের প্রসঙ্গটা এড়িয়েই যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইমপ্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’


দুয়েকদিনের মধ্যেই নেতৃত্বের বিষয়টি সুরাহা হয়ে যাবে বলে জানান লিটন। দায়িত্ব পেলে যে শতভাগ দেওয়ার চেষ্টা করবেন তাও জানান তিনি।

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’


তিন ফরম্যাটে সহঅধিনায়কত্ব করা লিটন দাস তামিমের অবর্তমানে ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ওয়ানডে সিরিজ জিতিয়েছেন টাইগারদের। তাই অধিনায়কয়ত্ব তার জন্য নতুন কিছু নয়। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও তিনিই সবচেয়ে এগিয়ে। কিন্তু বিশ্বকাপের মতো আসরে নেতৃত্বের চাপ সামলাতে তিনি কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

এ প্রসঙ্গে বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু ইস্যু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।’

এই রকম আরও টপিক

‘অধিনায়কত্ব’ নিয়ে কী ভাবছেন লিটন

প্রকাশিত সময় ০৩:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

তামিম ইকবাল ওয়ানডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর নতুন নেতার খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা আসরে বাংলাদেশকে কে নেতৃত্ব দেবে তা এখনও ঠিক করতে পারেনি বোর্ড। তবে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসান ও তামিমের ডেপুটির দায়িত্ব পালন করা লিটন দাস।

সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলে দেশে ফিরেছেন লিটন দাস। কানাডায় ফর্মের সঙ্গে লড়াই করা লিটন দেশে ফিরে বৃহস্পতিবার (১০ আগস্ট) মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের। সেখানে অবধারিতভাবে এসেছে ওয়ানডের নেতৃত্বের প্রসঙ্গ।

তবে গণমাধ্যমের প্রশ্নের মুখে লিটন অধিনায়কত্বের প্রসঙ্গটা এড়িয়েই যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইমপ্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’


দুয়েকদিনের মধ্যেই নেতৃত্বের বিষয়টি সুরাহা হয়ে যাবে বলে জানান লিটন। দায়িত্ব পেলে যে শতভাগ দেওয়ার চেষ্টা করবেন তাও জানান তিনি।

লিটন বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েক দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দিতে। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’


তিন ফরম্যাটে সহঅধিনায়কত্ব করা লিটন দাস তামিমের অবর্তমানে ভারতের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ওয়ানডে সিরিজ জিতিয়েছেন টাইগারদের। তাই অধিনায়কয়ত্ব তার জন্য নতুন কিছু নয়। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবেও তিনিই সবচেয়ে এগিয়ে। কিন্তু বিশ্বকাপের মতো আসরে নেতৃত্বের চাপ সামলাতে তিনি কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

এ প্রসঙ্গে বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন বলেন, ‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। কিন্তু ইস্যু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ খেলা এক জিনিস, আর বিশ্বকাপ খেলা এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো একটা চাপ, এত বড় দায়িত্ব। আমি বলছি যে আমরা সবাইকে সবদিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাই। তাড়াহুড়ো করে বা হুট করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। এজন্য আমরা কথা বলে সবার সঙ্গে যেটা ভালো মনে হয় ওরকম কিছুই করবো।’